এমনি এক ঝড়-বৈশাখের বৃষ্টি দিনে
চেয়েছিলাম তোমার নুপূরের শব্দ আর
মেঘের বজ্রের ভেতর পার্থক্য খুঁজতে!
জ্যোৎস্না দিতে চেয়ে, দিতে না পারা
হতাশ চন্দ্রের কষ্টের সাথে নিজের
কষ্টগুলো মিলাতে চেয়েছিলাম সেই কবে!
তোমার অবজ্ঞায় মিলাতে পারিনি,
উল্টো হয়েছি দোষী!
এই থামতে না চাওয়া বৃষ্টির সাথে,
তোমার ভালোবাসতে না চাওয়া মনের অনেক মিল।
দুটোই অবহেলায় ভাসিয়ে যায় আমায়...