খরগোশটা সুখেই ছিলো
হঠাৎ বনে এলো বন্যা,
কদিন ধরে পায়নি খেতে
কাঁদছে তার তিন কন্যা।


কোথায় গেলে খাবার পাবে
ভাবছে সারাক্ষণ,
এদিকে দুষ্টু শিয়াল পন্ডিত
নিয়ে এলো কত্ত রেশন।


চাল ডাল আলু তেল
আরো কত্ত কী?
মাছ মাংস রোজ খায়
সাথে খাঁটি ঘি।


কোথায় পেলে কোথায় পেলে
এত্ত খাবার ভাই,
আমার ঘরে যে এখন আর
একমুঠোও খাবার নাই।


বাঘ মামা ডেকে দিলো
নিয়ে যাও ভাগ্নে,
বনের রাজা সিংহ দিয়েছে
তোমাদের জন্যে।


কোথায় যাব কোথায় যাব
একটু বলো ভাই?
রাজ গুদামে গিয়ে দেখি
হায় হায়!কিছু আর নাই।


দৈনিক করতোয়া
১০ অক্টোবর, ২০২০