(01)
একুশের গান


একুশ এলেই মনে পড়ে
বর্ণমালার গান,
ভাষার প্রতি শহীদ ভাইদের
কী নিদারুণ টান।


ভাষার দাবিতে রাজ পথে
দিলো যারা তাজা প্রাণ,
তাদের রক্তে লেখা হলো
বাংলা অভিধান।


মায়ের মুখের মাতৃভাষা
পেলো স্বাধীনতা,
একুশ এলেই পুষ্প শয্যায়
জানাই কৃতজ্ঞতা।


জীবন দিয়ে রেখে গেল
যারা মাতৃভাষার মান,
সেই শোকেতে গাই আমরা
একুশের গান।


দৈনিক ফুলকি ০৮ ফেব্রুয়ারি ২০২১ ইং
দৈনিক সিলেটের ডাক ১১ ফেব্রুয়ারি ২০২১ ইং
সুপ্রভাত সিডনি (অস্ট্রেলিয়া) ২৬ ফেব্রুয়ারি ২০২১ইং
দৈনিক পশ্চিমাঞ্চল 21 জানুয়ারি 2021
দৈনিক চাঁপাই দর্পণ 28 জানুয়ারি 2022
দৈনিক ভোরের কাগজ 01 ফেব্রুয়ারি 2022
বাংলার কণ্ঠ(সিঙ্গাপুর) ফেব্রুয়ারি 2022
দৈনিক মুণ্সীগঞ্জের খবর 19 ফেব্রুয়ারি 2022
দৈনিক রুদ্রকণ্ঠ 27 ফেব্রুয়ারি 2022
সাপ্তাহিক স্লোগান 14 ফেব্রুয়ারি 2022
দৈনিক তথ্য 06 ফেব্রুয়ারি 2022
দৈনিক বাংলাদেশের খবর 01 মার্চ 2022
দৈনিক বুলবুলির বৈঠকখানা(ভারত) 15 ফেব্রুয়ারি 2022
দৈনিক যায়যায়দিন 15 ফেব্রুয়ারি 2022
দৈনিক সিলেটের ডাক 17 ফেব্রুয়ারি 2022
সাপ্তাহিক জাগ্রত জনতা 12 ফেব্রুয়ারি 2022
দৈনিক মুণ্সীগঞ্জের খবর 05 ফেব্রুয়ারি 2022
দৈনিক কালের চিত্র 05 ফেব্রুয়ারি 2022
দৈনিক যায়যায়দিন 06 ফেব্রুয়ারি 2022
পাক্ষিক আমাদের গল্পকথা 01 ফেব্রুয়ারি 2022
দৈনিক মানব বার্তা 29 জানুয়ারি 2022


(02)
আমার ভাষা


দিনের ভাষা চিকিমিকি
রাতের ভাষা আঁধারে,
কবির ভাষা ছন্দে ছন্দে
স্মৃতিকাব‍্য ভান্ডারে।


নদীর ভাষা কলকল
ছুটে যায় কূল,
মনের ভাষা ফুরাই না
গান গায় বুলবুল।


মায়ের ভাষা স্নেহমাখা
মিষ্টি মধুর স্বরে,
মৌমাছিরা গুণগুণিয়ে
জানাই সুরে সুরে।


পাখির ভাষা কিচিরমিচির
সুমধুর কণ্ঠে,
আমার ভাষা বাংলা ভাষা
শিখা মায়ের কণ্ঠে।


দৈনিক কুষ্টিয়ার মুখ 01 মার্চ 2022
সাপ্তাহিক পদ্মা প্রবাহ 06 মার্চ 2022
দৈনিক পশ্চিমাঞ্চল 19 ফেব্রুয়ারি 2022
দৈনিক চাঁপাই দর্পণ 28 জানুয়ারি 2022
দৈনিক মুণ্সীগঞ্জের খবর 26 ফেব্রুয়ারি 2022
দৈনিক সমাজের কথা 26 ফেব্রুয়ারি 2022
দৈনিক চাঁপাই দর্পণ 21 ফেব্রুয়ারি 2022
দৈনিক মানভূম সংবাদ(ভারত) 21 ফেব্রুয়ারি 2022


(03)
একুশের চেতনা


একুশ আমাদের জাগ্রত চেতনা
এগিয়ে যাওয়ার প্রেরণা,
একুশ মায়ের দুঃখ বেদনা
একটি জাতির উদ্দীপনা।


একুশ আমাদের দমকা হাওয়া
বাহান্নর ঘুর্ণিঝড়,
একুশ মানে বদলে যাওয়া
আকাশ পাতাল তেপান্তর।


একুশ আমাদের প্রথম বিদ্রোহ
জলে ভাসা নীলপদ্ম,
একুশ মানে শপথ নেয়া
পদ্য আর গদ্য।


একুশ আমাদের রক্তে কেনা
মায়ের মুখের ভাষা,
একুশ মানে বাঙালির অধিকার
একাত্তের স্বাধীনতা।


একুশ আমাদের ভাইয়ের স্মৃতি
ফেব্রুয়ারির গান,
বিশ্ব মানচিত্রে রক্তে লেখা
বাংলা অভিধান।


দৈনিক আজকের প্রত্যাশা ০৫ ফেব্রুয়ারি ২০২১ ইং
দৈনিক আজকের বার্তা ০৭ ফেব্রুয়ারি ২০২১ ইং
সাপ্তাহিক বজ্রকথা ১৪ ফেব্রুয়ারি ২০২১ ইং
দৈনিক সিলেটের ডাক ১৮ ফেব্রুয়ারি ২০২১ ইং
দৈনিক সুবর্ণ গ্রাম 17 ফেব্রুয়ারি 2022
দৈনিক চাঁপাই দর্পণ 18 ফেব্রুয়ারি 2022
দৈনিক মানভূম সংবাদ(ভারত) 19ফেব্রুয়ারি 2022
দৈনিক কালের চিত্র 19 ফেব্রুয়ারি 2022
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র) 17 ফেব্রুয়ারি 2022
দৈনিক মুক্ত খবর  26 ফেব্রুয়ারি 2022
দৈনিক মানব বার্তা 21 ফেব্রুয়ারি 2022


(04)
বাংলা ভাষার উপাখ্যান,


মায়ের মুখে শুনেছি-
আমাদের বাংলা ভাষার উপাখ্যান,
ঊনিশ'শ বাহান্নর আগে ছিলো না
এই মাতৃভাষার এত সম্মান।


শুনছিলাম ভিনদেশিদের ভাষাই বলে
বলতে হবে আমাদের কথা,
এই খবরে পর্ব বাংলার ছেলেদের
ভীষণ মাথা ব্যথা।


ক্ষিপ্ত হয়ে ছেলেরা সব
গেল রাজ পথে,
স্লোগান মিছিল চলে দিকেদিকে
"রাষ্ট্রভাষা বাংলা চাই"এই শপথে।


ফেব্রুয়ারির একুশ তারিখ
মিছিল মিটিং সব নিষিদ্ধ,
রফিক শফিক বরকত জব্বার সহ
হলো আরো অনেকে গুলিবিদ্ধ।


প্রতিবাদের ঝড় উঠে
সমগ্র বাংলা জুড়ে,
স্বীকৃতি পায় বাংলাভাষা
আমাদের ঘরে ঘরে।


দৈনিক মেহেরপুর প্রতিদিন 26 ফেব্রুয়ারি 2022
দৈনিক চাঁপাই চিত্র 27 ফেব্রুয়ারি 2022
দৈনিক যুগের আলো 28 ফেব্রুয়ারি 2022
দৈনিক ভোরের দর্পণ 01 মার্চ 2022