(০১)
আগস্টের ছড়া


আগস্ট এলে দুঃখ ঝরে
চোখের পাতায় পাতায়,
মুজিবের রক্তছবি
অশ্রু ঝরায় ব‍্যথায়।


আগস্ট এলে কৃষ্ণচূড়ার
রঙিন হয় ডাল,
সজীব সব প্রাণগুলো
রক্তে রঙিন লাল।


আগস্ট এলে চোখের জলে
রক্ত নদী ভাসে,
ব‍্যথার ছবি ঘুরে ঘুরে
হৃদয়জমিনে আসে।


আগস্ট এলে কান্দে ওঠে
বাঙালির প্রাণ,
তার শোকেতে গাই আমারা
দুঃখ শোকের গান।


দৈনিক যায়যায়দিন 09 আগস্টে 2022
দৈনিক মুন্সীগঞ্জের খবর 13 আগস্ট 2022
দৈনিক পল্লী কথা 24 জুলাই 2022
বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্ককরণ)
26 আগস্ট 2022
দৈনিক বাংলাদেশর খবর 23 আগস্ট 2022
সাপ্তাহিক স্লোগান 15 আগস্ট  2022
দৈনিক যায়যায়দিন 14 আগস্ট 2022
দৈনিক যায়যায়দিন 09 আগস্ট 2022


(০২)
আগস্টের গল্প


আগষ্ট মাসের শোক দিবসে
রক্ত ঝরা গল্প,
দাদার মুখে শুনেছিলাম
সময় ছিলো অল্প।


আগস্টের পনেরো তারিখ
আঁধার ঘেরা রাতে,
দেশদ্রোহীরা ছুটে এলো
মুজিব কে মারতে।


তার যতো স্বজন ছিলো
পায় যেখানে যাকে,
একেএকে হত্যা করে
অন্ধকারে তাকে ।


জোনাক জ্বলে বুলেট চলে
রক্ত ভেজা জামা,
ছোট্ট শিশু রাসেল সোনা
সেও পেলোনা ক্ষমা।


কি ভয়ংকর রাত্রি ছিলো
শুনেই পেলাম ব‍্যথা,
বছর ফিরে আগস্ট এলে
নীচু করি মাথা।


পাক্ষিক আমাদের গল্পকথা 16 আগস্ট 2022
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র) 18 আগস্ট 2022