(১১)
মশার জ্বালা


দিনের আলো নিভে যখন
সূর্য ডুবি ডুবি,
মশাগুলো ভোঁ ভোঁ করে
তখন আসে চুপিচুপি।


চড়-থাপ্পড় গায়ে মেরে
যতই বলি পালা,
দুষ্টুগুলো যায় না সরে
ভীষণ করে জ্বালা।


ওদের থেকে রেহাই পেতে
মশারি যখন টাঙাই,
পাজীগুলো কু-সুরে
ভোঁ ভোঁ গান শুনাই।


দৈনিক ফুলকি,২৯ মার্চ ২০২১ ইং
দৈনিক যুগের আলো,৩১ মার্চ ২০২১ ইং
বাংলাNews(কানাডা) ০১ এপ্রিল ২০২১ ইং
দৈনিক সময়ের সমীকরণ, ০৩ এপ্রিল ২০২১ ইং
সাপ্তাহিক এই যুগ(ভারত) ০৫ এপ্রিল ২০২১ ইং
সুপ্রভাত সিডনি (অস্ট্রেলিয়া) ০৯ এপ্রিল ২০২১ইং


(১২)
আমি দৈত্য করোনা


আমি দৈত্য করোনা
পৃথিবীর সব খানে দিব হানা,
বদলে দিব বিশ্বের গতিপথ
করব খানা খানা।


হু হা হাহা হাহাহা!
এই পৃথিবী করব আমি গ্রাস
সকল মানুষ হবে আমার ত্রাস।


আমাকে চিনিস আমি বহুরূপী
আমার আছে দুটি ভয়ংকর ছানা,
হাঁচি আর কাশি ওরা
কাছে পেলে কাউকেই ছাড়েনা।


বাংলাNews(কানাডা) ০১ এপ্রিল ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০২ এপ্রিল ২০২১ ইং
দৈনিক ফুলকি,০৫ এপ্রিল ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত) ১৪ এপ্রিল ২০২১ ইং
দৈনিক মুণ্সীগঞ্জের খবর ২৪ এপ্রিল ২০২১ ইং


(১৩)
স্বাধীনতা তোমার জন্যে


স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে
আমরা বুকের তাজা রক্ত দিয়েছি,
দীর্ঘ নয় মাস রক্তগঙ্গায় ভেসেছি
শতশত প্রাণ জলাঞ্জলি দিয়েছি।
স্বাধীনতা তোমার জন্যে,
শুধু তোমাকে পাওয়ার জন্যে।


সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত
জীবন বাজী রেখে যুদ্ধ করেছি,
শক্র পক্ষের থেকে স্বাধীনতার সূর্য
শত কষ্টে আমরা ছিনিয়ে নিয়েছি।
স্বাধীনতা তোমার জন্যে,
শুধু তোমাকে পাওয়ার জন্যে।


দৈনিক আজকের খবর,১৯ মার্চ ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২১ মার্চ ২০২১ ইং
দৈনিক সমাজের কথা,২৬ মার্চ ২০২১ ইং
বাংলাNews(কানাডা) ০১ এপ্রিল ২০২১ ইং
দৈনিক জয়পুরহাট খবর, ০৫ এপ্রিল ২০২১ ইং


(১৪)
ফাগুন এলেই


ফাগুন এলেই আগুন লাগে
কৃষ্ণচূড়ার ডালে,
দোয়েল টিয়া ময়না শ্যামা
সাজে নানা ফুলে।


কোকিল ডাকে কুহুকুহু
মনের গভীরে,
দক্ষিণা বাতাসে শিহরণ জাগে
আজানা কোন সুরে।


এমন মধুর ফাগুন বেলা
দেখতে লাগে বেশ,
হরেক ফুলের রঙ মেখে
সাজে বাংলাদেশ।


দৈনিক করতোয়া, ১৩ ফেব্রুয়ারি ২০২১ ইং
দৈনিক ফুলকি,১৫ ফেব্রুয়ারি ২০২২ ইং
দৈনিক যায়যায়দিন,২ মার্চ ২০২১ ইং


(১৫)
জেদ


একটি পাখির দুটি ছানা
রোজ উড়বে বলে কাঁদে,
কচি ডানায় মায়ের সাথে
সকাল বিকেল সাঁঝে।


বন পেরুলেই সবুজ মাঠ
সেথাই উড়ে যাবে,
নিজের ঠোঁটে পোকা ধরে
একাই মেরে খাবে।


মা পাখি তার শিশুর কাছে
হার মানে সেই জেদে,
কচি ডানার ছানা দুটি
শুধুই যায় কেঁদে।


দৈনিক বিবৃতি, ২১ফেব্রুয়ারি ২০২১ ইং


(১৬)
স্বাধীন দেশের ছবি


খোকা এেঁকেছে রঙতুলিতে
স্বধীন দেশের ছবি,
পাক-হানাদার যাচ্ছে চলে
উদয় হচ্ছে রবি।


কৃষক-শ্রমিক গাইছে
দুঃখ-সুখের গান,
নীল আকাশে পাখিগুলো
জুড়ায় দেহপ্রাণ।


কউবা উড়ায় বিজয় নিশান
কত না হেসে খেলে,
পাতি হাঁসেরা সাঁতার কাটে
ভেসে ভেসে জলে।


দৈনিক কবিনগর বার্তা, ০২ মার্চ ২০২১ ইং
সাপ্তাহিক জন্মভূমি (যুক্তরাষ্ট্র),০৪ মার্চ ২০২১ ইং
ই-ম্যাগাজিন কাব্য বার্তা,০৫ মার্চ ২০২১ ইং
দৈনিক প্রতিদিনের সংবাদ,০৬ মার্চ ২০২১ ইং
দৈনিক ভোরের দর্পণ, ০৯ মার্চ ২০২১ ইং
দৈনিক আমার সংবাদ ২৪ মার্চ ২০২১ ইং
দৈনিক সমাজের কথা,২৬ মার্চ ২০২১ ইং
দৈনিক করতোয়া, ৩ এপ্রিল ২০২১ ইং


(২২)
অগ্নিঝরা মার্চ


মার্চেরই সাত তারিখে
বঙ্গবন্ধু দিয়েছিলো এক ডাক,
অগ্নিঝরা সেই ভাষণে
কেঁপেছিলো সমগ্র পাক।


বাঙালিদের রুখতে পাকবাহিনী
ষড়যন্তের নীলনকশা ত্রেঁকেছিলো,
রাতের অন্ধকারে বাঙালির উপর
গোপনে ঝাঁপিয়ে পড়েছিলো।


বীর বাঙালি ক্ষেপেগিয়ে
ধরলো হাতে মেশিনগান,
সমগ্র বাঙালির ঐক্যবদ্ধতায়
পাকহানাদর হলো খানখান।


দৈনিক মুণ্সীগঞ্জের খবর,১৩ মার্চ ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত) ২৬ এপ্রিল ইং


(১৭)
স্বাধীনতার গান


গাও রে তরুণ নওজোয়ান
স্বাধীনতার গান,
সরল মনে শপথ করি
এসো রাখব দেশের মান।


হাসবে শিশু স্বাধীন ভাবে
সুখের ছোঁয়া মনে,
স্নেহ-মায়ায় ভাসবে সবে
বাংলাদেশের গানে।


থাকবে নাকো কোন দেশে
দ্বন্দ্ব-কলহ ভাই,
পিতা-মাতা গুরুজন
আপন হবে সবাই।


গাও রে তরুণ নওজোয়ান
স্বাধীনতার গান,
ত্রিশলক্ষ বীর শহীদের
রাখতে পারি সম্মান।


দৈনিক ফুলকি,১৫ মার্চ ২০২১ ইং
দৈনিক ফুলকি,২২ মার্চ ২০২১ ইং
দৈনিক মুণ্সীগঞ্জের খবর,২৮ মার্চ ২০২১ ইং
সাপ্তাহিক স্লোগান,২৯ মার্চ ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত)২৪ এপ্রিল২০২১ ইং


(২৬)
স্বাধীনতা তোমার জন্যে


স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে
আমরা বুকের তাজা রক্ত দিয়েছি,
দীর্ঘ নয় মাস রক্তগঙ্গায় ভেসেছি
শতশত প্রাণ জলাঞ্জলি দিয়েছি।
স্বাধীনতা তোমার জন্যে,
শুধু তোমাকে পাওয়ার জন্যে।


সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত
জীবন বাজী রেখে যুদ্ধ করেছি,
শক্র পক্ষের থেকে স্বাধীনতার সূর্য
শত কষ্টে আমরা ছিনিয়ে নিয়েছি।
স্বাধীনতা তোমার জন্যে,
শুধু তোমাকে পাওয়ার জন্যে।


দৈনিক আজকের খবর,১৯ মার্চ ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২১ মার্চ ২০২১ ইং
দৈনিক সমাজের কথা,২৬ মার্চ ২০২১ ইং


(১৮)
স্বাধীনতা তুমি


স্বাধীনতা তুমি যে
একটি রাষ্ট্রের সম্মান,
স্বাধীনতা তুমি যে
মানুষের প্রিয় গান।


স্বাধীনতা তুমি যে
রাখালের বাঁশের বাঁশি,
স্বাধীনতা তুমি যে
কৃষকের মুখের হাসি।


স্বাধীনতা তুমি যে
ফুলের সুবাস,
স্বাধীনতা তুমি যে
স্রষ্টার আর্শীবাদ।


স্বাধীনতা তুমি যে
২৬শে মার্চ,
স্বাধীনতা তুমি যে
বিজয়ের মাস।


সাপ্তাহিক ভোলাহাট সংবাদ,২৬ মার্চ ২০২১ ইং


(১৯)


স্বাধীনতা খুঁজে পাই
-বিচিত্র কুমার


স্বাধীনতা খুঁজে পাই শিশুর হাসিতে
স্বাধীনতা খুঁজে পাই রাখালের বাঁশিতে,
স্বাধীনতা খুঁজে পাই মুক্ত আকাশে
স্বাধীনতা খুঁজে পাই মুক্ত বাতাসে।


স্বাধীনতা খুঁজে পাই রঙধনুর সাত রঙে
স্বাধীনতা খুঁজে পাই নতুনকুঁড়ির নানা ঢঙ্গে,
স্বাধীনতা খুঁজে পাই পাখিদের গুঞ্জনে
স্বাধীনতা খুঁজে পাই ছড়া কবিতা গানে।


স্বাধীনতা খুঁজে পাই নকশীকাঁথায়
স্বাধীনতা খুঁজে পাই মুক্ত ভাষায়,
স্বাধীনতা খুঁজে পাই মুজিবের কবিতায়
স্বাধীনতা খুঁজে পাই উড়ন্ত পতাকায়।


(২০)
ভোম্বল
-বিচিত্র কুমার


খোকার একটা বন্ধু ছিলো
নাম তার ভোম্বল,
সারাক্ষণ সে দুধ খায়
মায়ের কাছে শিখে বোল।


খোকা যখন কাছে আসে
ডাকে হাম্বা হাম্বা,
লাদুস লুদুস বডি তার
খুব নয় লম্বা।


সকাল বিকেল ছুটে আসে
খোকার সাথে সাথে,
একটু দূরে এলে পরে
মা হাম্বা হাম্বা ডাকে।


দৈনিক যুগের আলো ০৬ মে ২০২১ ইং