(০১)
ঈদের খুশি


ঈদের খুশি রাশি রাশি
এলো ত্রিশ রোজা শেষে,
বাঁকা চাঁদ উঠলো হেসে
নীল আকাশের দেশে।


আনন্দ আর উল্লাসে খুশি
পাড়া-প্রতিবেশী,
খুশির ছোঁয়ায় ভাসলো স্বদেশ
ভাসলো দেশবাসী।


দৈনিক মেহেরপুর প্রতিদিন ০৮ মে ২০২১ ইং
দৈনিক সময়ের সমীকরণ ০৮ মে ২০২১ ইং
দৈনিক মুণ্সীগঞ্জের খবর ০৮ মে ২০২১ ইং
দৈনিক কালের চিত্র ০৮ মে ২০২১ ইং
দৈনিক বিবৃতি ০৯ মে ২০২১ ইং
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র)১৩ মে ২০২১ ইং
সাপ্তাহিক স্লোগান ২৪ মে ২০২১ ইং


(০২)
চাঁদ উঠেছে


নীল আকাশে চাঁদ উঠেছে
ঐ দেখো ভাই ঐ,
খোকা-খুকি পটকা ফুটায়
করে আনন্দে হৈচৈ।


খুশির জোয়ার দিকেদিকে
মনটা নাচে রাতে,
খোকা হাসে খুকি হাসে
বাঁকা চাঁদের সাথে।


ফুল পাখিরা গান ধরেছে
জ্বালাও ঘরে প্রদীপ,
রমজানেরই রোজার শেষে
কালকে খুশির ঈদ।


দৈনিক হাওয়া ০৮ মে ২০২১ ইং
দৈনিক সময়ের সমীকরণ ০৮ মে ২০২১ ইং
সাপ্তাহিক পাঠক সংবাদ ১১ মে ২০২১ ইং
মাসিক কচিকাঁচা ঈদ সংখ্যা মে ২০২১ ইং
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র)১৩ মে ২০২১ ইং


(০৪)
ঈদের ছুটি


কী আনন্দ এবার ঈদে
যাচ্ছি নানার বাড়ি,
ঈদের ছুটি ঈদের ছুটি
যাচ্ছি  চড়ে ঘোড়ার গাড়ি।


হাট পেরিয়ে মাঠ পেরিয়ে
এলাম বাড়ির পাশে,
বন্ধুরা সব দাঁড়িয়ে আছে
যাবে আমার সাথে।


রঙে বঙ্গে লাগছে ওদের
কচি ডানায় বেশ,
কী আনন্দ কী আনন্দ
হবে কত্ত রেশ।