(০১)
সভ্যতার কারিগর


কাঠফাটা রৌদ্র জ্বলেপুড়ে চামড়া
দিন রাত কাজ করে স্বপ্নচারীরা,
মুষ্টিবদ্ধ শত হাতে কত তার জীবিকা
গড়ে তোলে স্বপ্নের পৃথিবী অট্টালিকা।


দুর্বোধ্য পথে থামা নেই মৃত্যুর ভয় নেই
ওদের হাতুড়ি কাস্তের ক্ষয় নেই ক্ষয় নেই,
যুগে যুগে ওরা বিলিয়ে দিচ্ছে যৌবন আত্মা
শুধু এই ক্ষুধার্ত পৃথিবীকে দিতে সুখের বার্তা।


দৈনিক ঘাঘট ০১ মে ২০২১ ইং
দৈনিক কালের চিত্র ০১ মে ২০২১ ইং
পাক্ষিক প্যারিস টাইমস(ফ্রান্স)০১ মে ২০২১ ইং
দৈনিক আলোকিত সকাল ০১ মে ২০২১ ইং
দৈনিক যুগের আলো ০৩ মে ২০২১ ইং
দৈনিক ফুলকি ০৩ মে ২০২১ ইং
সাপ্তাহিক ঠিকানা(যুক্তরাষ্ট্র) ০৫ মে ২০২১ ইং
দৈনিক ঊষার বাণী ০৬ মে ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত) ০৭ মে ২০২১ ইং


(০২)
নতুন ভোরে


নতুন ভোরে নতুন সুরে সুখ পাখিটা গায়
স্মৃতির পাতা ফেলে দিয়ে উড়াল দিতে চাই,
রঙিন এই পৃথিবীটা ঘুরে ঘুরে
আমিও দু-নয়ন মেলে দেখতে চাই।


নতুন রঙে নতুন করে আবার যেন
এ জীবন শুধু করতে চাই,
যেখানে সুখ ছাড়া দুঃখ কোন নাই
এমন একটা জীবন চাই।


দৈনিক গৌড় বাংলা,১০ এপ্রিল ২০২১ ইং
বাংলাNews(কানাডা) ১৩ এপ্রিল ২০২১ ইং


(০৩)
আমি হিন্দু সম্প্রদায়ের কথা বলছি


আমি এক হিন্দু সম্প্রদায়ের কথা বলছি
আমি লক্ষ লক্ষ নির্যাতিত হিন্দু মানুষের কথা বলছি,
যারা তাদের মাতৃত্বের অধিকার হারিয়ে ফেলচ্ছে আস্তে আস্তে
আমি আত্মসম্মান হারা সেই লাঞ্চিত সমাজের মানুষের কথা বলছি।


যারা জীবন যুদ্ধে এ সমাজের কাছে পরাজিত এক সৈনিক
পরাজিত এক শ্রেণী,পরাজিত এক জাতি,পরাজিত এক সম্প্রদায়,
যারা এখনো বছরে পর বছর ধরে পাড়ি দিচ্ছে অন্য দেশে
কেউ কী কখনো জানতে চেয়েছে কীসে তাদের এত ভয়?


আমরা তো সব সময় সাম্যের কথা শুনি সম আধিকারের শুনি
সরকারের মুখে মিডিয়াতে টেলিভিশন রেডিও পত্রিকার পাতায় পাতায়,
কিন্তু আমাদের লাঞ্চনার কথা উপর তলার মানুষের চোখে পরে না
আমরা নিচ তলার মানুষগুলো শুধু এর ফল ভোগ করি আত্মরক্ষায়।


নির্জন বনে যেমন সিংহ মামা শাসন করে তেমনি আমাদের শাসন করেকিছু মুখোশধারী লোক
এদেশের বৃহত্তম সম্প্রদায়ের
মনে হয় এরা রাজাকারের বংশধর স্বাধীনতার পক্ষের শক্তি নয়
বিচার সালিশ চলা অবস্থায় অন্যায় ভাবে হাত উঠায়।
তার কোন প্রতিবাত নেই তার কোন বিচার নেই
আমি সেই সব লাঞ্চিত সমাজের মানুষের কথা বলছি।


বটবৃক্ষ তো শুধু স্বার্থহীন ভাবে ছায়া দিয়ে যায় প্রকৃতির বুকে
কিন্তু ছায়ার নিচে যে অনিয়ম ঘটে সেটা বটবৃক্ষের অগচরেই থেকে যায়
আমি সেই বটবৃক্ষের নিচে ঘটা অনিয়মের কথা বলছি।


একদিন যে বটবৃক্ষের নিচে আমাদের পূর্ব পরুষেরা স্বাধীন ভাবে বসবাস শুরু করেছিলো
সেখানে আজ অসুরের রাজ্যাংশে পরিমিত হয়েছে,
দিনেদিনে নদী ভাঙ্গনের মতো এক বাড়ি দুই বাড়ি করে কমছে আর কমছে
সমগ্র গ্রাম দাবানলের মতো পুড়েপুড়ে ছাই হয়ে যাচ্ছে।


হয়তো বা একদিন আমাদের অস্তিত্ব আর টিকে থাকবে না এ স্বদেশে
হয়তো বা চিরিয়াখানাতে বাঘ সিংহ এর মতো দেখা যাবে আমাদের বংশধরদের
তখন হয়তো কারু মুখে শুনা যাবে এরা হিন্দু সম্প্রদায়ের লোক ছিলো
আমি সেই সব অসহায় সমাজের মানুষের কথা বলছি।


যে ব-দ্বীপের বুকে এখন আমরা বসবাস করছি
সেই ব-দ্বীপের শাখা প্রশাখা  যদি আমাদের তাদের আহার বানায়
তাহলে আমরা এখন কোথায় যাব বলতে পারেন?
আমি সেই সব লাঞ্চিত সমাজের মানুষের কথা বলছি।


দৈনিক আজকের প্রত্যাশা, ১৯ মার্চ ২০২১ ইং


(০৪)
তুমি


স্বাধীনতা যুদ্ধ জয়ের মহান নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তুমি চিরদিন থাকবে বাংলা বুকে
স্মৃতি হয়ে বহমান।


উনিশ'শ একাত্তরে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে তুমি
অবিস্মরণীয় যে কবিতা বজ্রকণ্ঠে আবৃত্তি করেছিলে,
যা বাঙালির জাতির দীর্ঘদিনের বেদনার আত্মসংগীত
আমাদের মাথা তুলে দাঁড়াতে শিখিয়ে ছিলে।


সেই আহবানেই পাকবাহিনীর ষড়যন্তের নীলনকশা
ভেঙ্গে ফেলেছিলো ঐক্যবদ্ধ মুক্তিবাহিনী,
ত্রিশলক্ষ শহীদ আর দুইলক্ষ মা বোনের সংযমে
কোনদিন ভুলবনা আমরা সেই হিংস্রতার কাহিনী।


বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব বীর শহীদের
যারা উনিশ'শ একাত্তরে দিয়েছিল তাজা প্রাণ,
তোমাদের বীরত্বগাঁথা নিয়েই এত আয়োজন
আমাদের এই স্বাধীনতার জয়ও গান।


দৈনিক মানভূম সংবাদ(ভারত)২০ মার্চ ২০২১ ইং


(০৫)
কোথায় আমাদের সভ্যতা


এখনো হয়নি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন
নিত্যদিন হচ্ছে নির্মম ধর্ষণ,
প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘণ্টায়
প্রতিদিন শুনছি মিডিয়া পত্রিকার পাতায় পাতায়।


স্বাধীন দেশে ওরা কারা কুকুরের বাচ্চা,
মানে না এখনো আইনের বাঁধা,
শিব লিঙ্গ কেটে দিতে হবে ওদের
এটাই হবে প্রাপ্য সাজা।


বলতে পারেন কোথায় আমাদের সভ্যতা?
কোথায় আমাদের সংস্কৃতি?
রাম রাম ছিঃ ছিঃ
পান্তা ভাতে পচা ঘি।


মনে মনে অঙ্কিত বিত্র
কখনো হবে কী আমাদের পবিত্র?


দৈনিক মানভূম সংবাদ(ভারত) ১৬ মার্চ ২০২১ ইং


(০৬)
সংকীর্তন


মন্দিরতে ঘণ্টা বাজে
সন্ধ্যা আরতির তালে,
ভক্তরা দলে দলে এসে
সংকীর্তন গেয়ে চলে।


খোল বাজায় কত্তাল বাজায়
শঙ্খতে ফুঁ দেয় উলুর ধ্বনি দেয়,
ভক্তরা গ্রামের ভিতর হেঁটে হেঁটে
নেচে নেচে সংকীর্তন গায়।


বাড়ি বাড়ি যায় ওরা
সংকীর্তন গেয়ে গেয়ে,
বৈশাখ মাস এলে
মেতে উঠে গ্রাম যে।


সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র) ০৬ মে ২০২১ ইং