(০১)
বর্ষারাণী


ছলাৎ ছলাৎ জলে মেয়ে কুটিকুটি হেসে
বর্ষারাণী হাতছানি দেন একাকী আমায় বাহিরে,
চুলগুলো তার দীঘলকালো আষাঢ়ের মেঘের মতো
নিপুণ হাতে কচি পাতার বোনা শাড়ি পড়ে দাঁড়িয়ে।


দু'কানে তার ঝুমকা দোলে কদম ফুলে ফুলে
নাকের নথ বানিয়ে নিয়েছে কলমিলতা দিয়ে,
খোঁপাতে তার ফুলের সুবাস বর্ষার ফুল বেঁধে
ডাগর ডাগর দু'চোখ মেলে চায় যেন মেয়ে।


হলুদ বর্ণ রূপ তার মায়াবী মুখের হাসি
যেন হাজার ফুলের মাঝে রঙিন এক পাখি,
ঠোঁট দুটি তার লালটুকটুক ঠিক বেদানার দানা
হঠাৎ যখন খুলে দেখি আমি দুটি আঁখি।


তখন কুটিকুটি হেসে ছলাৎছলাৎ জলে লুকোচুরি মেয়ে
ও যেন হেঁটে যায় অরণ্য আর বনে বৃষ্টি বাদল দিনে,
সুদূরে দেখা যায় হলুদ একটি পাখি স্বপ্নের দেশে
বারবার আমাকেই ডাকছে নিত্য আর গানে।


দৈনিক ঘাঘট ১৩ জুন ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত)১৫ জুন ২০২১ ইং
দৈনিক যুগের আলো ১৬ জুন ২০২১ ইং
দৈনিক ঊষার বাণী ০১ জুলাই ২০২১ ইং


(০২)
বৃষ্টি জলে হলুদ মেয়ে


হঠাৎ সেদিন বৃষ্টি জলে নিত্য করে হলুদ মেয়ে
অসংখ্য সবুজ পাতার ফাঁকে মিষ্টি হাসি মুখে,
সে যেন সেজে রয়েছে সাদাপারা হলুদ বর্ণ শাড়িতে,
এলোমেলো চুলে কাজল মাখা দু'চোখে।


কী অপরূপ লাগচ্ছিলো তুলতুলে গা দুলচ্ছিল
পাপড়ি গুলো উড়চ্ছিলো হাওয়ায় হেসেহেসে,
গুনগুনিয়ে ভ্রমরেরা গায়চ্ছিল বৃষ্টি জলে ভিজে
ফুল কলিদের সাথে আনন্দে নাচে আর উল্লাসে।


বৃষ্টি পড়ে টাপুরটুপুর মন করে হায় ব্যাকুল
ঘোলা জলে ব্যাঙেরা সব কাদা মেখে খেলে দোল,
পাতিহাঁস সাঁতার কাটে বৃষ্টির জলে এমন মধুর ক্ষণে
কুটিকুটি হাসে কদম ফুল একাই বনে আর জঙ্গল।


বৃষ্টি পড়ে আকাশ থেকে হিমেল হাওয়ায় উড়ে সে
দূর আকাশে চায় যেতে মায়ায় বাঁধা কদম গাছে,
হঠাৎ সে চায় আমার দিকে অপলক দৃষ্টিতে
লজ্জায় তার লাল মুখটি ঢাকে রঙধনুর পাশে।


দৈনিক যুগের আলো ০৯ জুন ২০২১


(০৩)
একবিংশ শতাব্দীর মেয়ে


ওগো একবিংশ শতাব্দীর মেয়ে
তোমার মনটা চাই দিবে,
তোমার দু'চোখের অশ্রু চাই
আমাকে একটু দিবে।


তোমার দুঃখ চাই তোমার কষ্ট চাই
তোমার অভিমান চাই অনুরাগ চাই,
তোমার অনুভব চাই অনুভূতি চাই
তোমার স্নেহ চাই ভালোবাসা চাই।


তোমার মুখশ্রীর মিষ্টি হাসি চাই
তোমার বাঁকা নয়নের গভীরতা চাই,
তোমার নিখুঁত প্রেমের ভালোবাসা চাই
তোমার অন্তরের একটু সুখ চাই


তোমার দুফোঁটা অশ্রু চাই
তোমার নরম হাতের স্পর্শ চাই,
তোমার খোঁপার ফুল হতে চাই
তোমার কপালের টিপ হতে চাই।


ছোট্ট একটা সুখের জীবন চাই
সত্যিকারের একটা ভালোবাসা চাই,
ওগো একবিংশ শতাব্দীর মেয়ে আমার হবে
শুধু তোমাকে চাই।


দৈনিক ঘাঘট ০৪ জুন ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত) ১৭ জুন ২০২১ ইং


(০৪)
একটা বর্ষার প্রতীক্ষা


আকাশ কিম্বা মেঘের স্পর্শে
বৃষ্টি তুমি রঙধনুর সাত রঙে সাজো,
শুধু আমার জন্যে আমার জন্যে
হয়তো একটা বর্ষার প্রতীক্ষায় আজো।


যুগযুগ ধরে হয়তো আমিও একীভাবে
শুধু তোমার প্রতীক্ষায় আছি দাঁড়িয়ে,
যতটুকু ভালোবাসা আছে আমার হৃদয়ে
সবটুকু বিলিয়ে দিয়ে তোমাকে জারিয়ে।


সারাটা জীবন হৃদয় কারাগারে বন্দি করে রাখব
তোমাকে আমার স্বপ্নিল আকাশের বুকে,
শুধু একবার দু'চোখ খুলে দেখ আমাকে
ভালোবাসা আর স্বর্গ সুখে।


দৈনিক ঘাঘট ০১ জুন ২০২১ ইং
দৈনিক সংগ্রাম ০৪ জুন ২০২১ ইং
দৈনিক যুগের আলো ০৬ জুন ২০২১ ইং
দৈনিক ঘাঘট ১৭ জুন ২০২১ ইং