এমন একটা সময় এলো
থাকবে সবার স্মরণ,
রুম থেকে বের হলে
আসতে পারে মরণ।
.
আকাশ সেথা মেঘাচ্ছন্ন
গাছের পাতা লাল,
মণ্ডা-মিঠাই রেখে মানুষ
খায় গাছের ছাল।
.
শহর-বন্দরে যায় না যাওয়া
বিনা দরকারে,
লুকিয়ে লুকিয়ে মানুষ যায়
হাট-বাজারে।
.
মুখে লাগাম দিয়ে মানুষ
চলাচল করে,
মানুষ দেখে পালায় সবাই
নিজ নিজ ঘরে।
.
দুপচাঁচিয়া,বগুড়া।