মনের মধ্যে লুকিয়ে ছিলো
একটা প্রতিচ্ছবি,
হঠাত্‍ একদিন দেখতে পেলাম
স্বপ্নে তার অপরূপ ছবি।
.
মেঘের মতো চুল তার
যেনো টানাটানা দুটি চোখ,
হাসলে পড়ে হাওয়ায় দোলে
ঠিক চাঁদের মতো মুখ।
.
সেই ছবিটা বুকে ধরে
বাঁধলাম সুখের ঘর,
দেখতে দেখতে কেটে গেল
আমার পঁচিশটা বছর।
.
পাহাড়-সাগর পড়ি দিয়ে
তাকে খুঁজে হলাম আমি বড়ক্লান্ত,
সে মেয়ে যদি কখনো
এ সব কথা জানতো।
.
(সংক্ষিপ্ত)