দেখেছি আমি বাংলারমুখ দু'নয়ন ভরে
ভোরের শিশির ঝরছে ঘাসের মুখে,
নদীরতীরে শাপলা ফোটে প্রভাত হলে
মাছরাঙ্গা বসে থাকে খাবারের খোঁজে ।
.
.
দেখেছি আমি বাংলারমুখ এই স্বদেশে
শূন্যমাঠ ভরে ওঠে সোনার ফসলে,
দোয়েল পাখি গান গাই মনেরসুখে
শীতল বটের ডালে আনন্দের ছলে ।
.
.
দেখেছি আমি বাংলারমুখ পড়ন্তো বিকালে
কৃষকেরা বাড়ি ফিরে লাঙল কাঁধে নিয়ে,
শিশুরাখেলা করে উঠানের তীরে
সবপাখি ঘরে ফিরে সাথীদের নিয়ে ।
.
.
দেখেছি আমি বাংলারমুখ মনের আবেগে
মন্দিরেঘণ্টা বাজে মধুর সুরে,
চারদিকে শুধু ধু ধু অন্ধকার লাগে
অবশেষে সব প্রাণী ঢলে পরে ঘুমের বিভরে ।
.
.
লেখাঃ ০৫/০৮/২০১৫
----- বগুড়া ।