উতলা ঢেউ আমার যৌবন ঘরে
আপনজন আমায় পর করে,
দু'পাশে ফুলকলি উড়ে ফিরে
অন্তর জ্বলে অন্তর জ্বলে রে।


হাজার বছর ধরে দাড়িয়ে আছি
স্বপ্নদেখি আর স্বদেশ ঘুরি,
সাদাকালো আর রঙিন রূপসি
দু'হাতে কাকে যে ধরি।


কেউ হাসে কেউ হাতছানি দেয়
লাল গোলাপটাই আমার চাই,
শিশির ঝরে সকাল দুপুর
কল্পনাতে ওকে শুধু কাছেপাই।


এভাবে কেটে যায় একাকী বেলা
জমি চাষের মৌসুম,
বুকে শুধু যন্তনা মিটে না পিপাসা
আমার আসবে করে সম।


লেখাঃ২১/১১/২০১৫
--- বগুড়া।