শৈশবের ধ্বংস অঙ্গকোষ দেহে
সিংহের পিঠে এলো ফাল্গুন,
কী পরিবর্তন হৃদয় যৌবন ঘাটে?
ফ্যাণ্টাসি মনে শুরু গুনগুন।
.
কী এক দুর্বোধ্য সময় যে এলো?
হৃদয়ে ফুটিল অগ্নিস্ফুলঙ্গ,
বিষণ্ন মনে জানার আগ্রহ
জীবন যাত্রায় তরুণ সঙ্গ।
.
কেউ যে বুঝে না তার নিজসত্তা
এ বয়স বাধা মানে না যে কিছু,
ছুটে চলে ঝড় ঝঞ্ঝার বেগে
দুঃসাহসেরা নেয় ওর পিছু।
.
সেই হাওয়াতে মেঘের ভেলায়
বসন্ত আসে অঙ্গশরীর,
রঙিন ডানায় ফুলগুলো সব
অন্তরে বাঁধে স্বপ্নের নীড়।
.
কেউ চুপচাপ কেউ করে চিত্‍কার
দেখা যায় কত হরিণ-হরিণী,
এ বয়স নব নতুনের স্বপ্নগড়া
আঁধার রাতের নিষ্ঠুর গ্লানি।
.
কবিতাটি লাঙল যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত।অমর একুশে বইমেলা-২০১৬।