ঐ নীল সাগরে ঢেউয়ের খেলা
খেললে মিটে যৌবন ক্ষুধা,
এমন কেউ আছে না কী অপূজারী?
এ খেলা খেলতে তার দ্বিধা।
.
শতকোটি বছর আগে
শুরু হয়েছে এ খেলা,
চলছে যেন আগের মতো
আঁধার রাতে মিলনমেলা।
.
আমরা যারা অবুঝ যুবক
পাই না কোথাও খুঁজে ফুল,
মনের ঝোঁকে আঁধার ঘরে
করি হাজার ভুল।
.
গাছের মতো দাঁড়িয়ে থেকে
সময় গেল স্রোতে ভেসে,
আমার কল্পনাতে নীরব দেহ
উঠল সুখে একটু হেসে।