ঐ ভোরের আঁধার শেষে
মানুষকূল জেগে উঠে,
মোড়ক ডাকে পাখি গায়
দিনের আলো ফুটে।
.
শুনা যায় ঐ হৈচৈ
কথায় কথায়,
কেউ আবার হাটে ছুটে
শস্য নিয়ে মাথায়।
.
গাঁয়ের পাশে বিলে
মাছ ধরে জেলে,
পাতিহাঁস সাঁতার কাটে
ভেসে ভেসে জলে।
.
কৃষকেরা মাঠে ছুটে
লাঙল জোয়াল কাধে,
কুঁড়ে ঘরে কৃষাণী
সবজি ভাত রাঁধে।