🌿
রহিম মিয়া, কাঁদছে দুঃখে অশ্রু-ধারা চোখে
সন্তান তাঁর হয়েছে পর, জ্বলছে আগুন বুকে।।
কদিন ধরে সে হাসপাতালে, পাশে নেই তাঁর কেউ
বৃদ্ধ বয়সে, প্রতিশ্বাসে তাঁর; শুধু কষ্টের ঢেউ।।
কে-বা-কারা রেখে গেছে তাঁরে হাসপাতালের মেঝেতে
তার-পর-হতে কেউ আসেনি, তাঁর খোঁজ নিতে।।
জানা গেছে পুত্র তাঁর, মস্ত বড় অফিসার;
নিজেরে নিয়ে ব্যস্ত এতই সে, খবর রাখে না বাবার।।
ফোন দিলে তাঁরে বলে বিরক্তিতে,চাই না বাবারে
টাকা লাগে যত, দিয়ে দিবো তত, বৃদ্ধাশ্রমে রাখো উহারে।।


কোন বাবা-মা সন্তান ছাড়া কভু ভালো থাকে না,
বাবা-মাকে কেউ এমন কষ্ট কখনো দিওনা।।  
বৃদ্ধ বয়সে সন্তান হয়, বাবা-মার অবলম্বন
সন্তান হলো পিতা-মাতার, পরম আপনজন।।


🌿


রচনাকাল: ০৩/০৯/২০২০
চৌহালী, সিরাজগঞ্জ।।