তোমার প্রেমে বিভোর হলাম যখন
স্বপ্নেরা দু'চোখে ভিরলো তখন।
ভালোবাসার রংয়েতে রাঙ্গিলো জীবন
প্রিয়াতমা থেকে হলে আরো যে আপন।
মনেতে যখন পূর্ণ প্রেমের জোয়ার;
তখনি শোনালে সুর, নিঠুর ভাটার।
এক নিমেষেই খালি করলে হৃদয়
ভংলে সব সুখ, হয়ে নিষ্ঠুর নির্দয়।
ছলোনা করলে তুমি, আপন খেয়ালে
অভিনয় শেষ করে দুরে চলে গেলে।
শুধু দুঃখ দেবে বলে; কাছে এসে ছিলে
তাই আমারে কাঁদিয়ে সুখি তুমি হলে।
মম স্বপ্ন মম আশা পুড়ে হলো ছাই
পাষানি সজনি তোমা'রি  প্রবঞ্চনায়।


ছন্দঃ পায়ার
মাত্রঃ৮+৬