অমৃত্যের সন্তান
- কল্যাণ চন্দ্র রায়


ভয় পেয়ো না এ তোমার চেনা পৃথিবী
এ তোমার পুরাতন যুদ্ধ ক্ষেত্র
এখানে তুমি আগেও যুদ্ধ করেছো
হয়তো এরূপে নয়, অন্য কোন রূপে।


কোন কিছুতেই ভয় পেয়ো না তুমি
অভিজ্ঞতায় সমৃদ্ধ তোমার আত্মশক্তি,
বেঁচে থাকার লাড়াই তুমি বহু বার করেছো
হয়তো এ দেহে নয় অন্য কোন দেহে।


জ্বলে উঠার শক্তি তোমার মাঝে অফুরন্ত;
থেমো না তুমি, তুমি বীর, তুমি অমৃত্যের সন্তান-
মৃত্যু বা পরাজয়ের ভয় তোমার জন্য নয়
তুমি ছিলে তুমি আছো ভবিষৎতেও থাকবে।