রূপেতে সেরা "নিশিন্দারা" আমার গাঁয়ের নাম
আলো ছাঁয়ায় মাটির মায়ায় প্রেমানন্দময় ধাম।


দু'চোখ জুড়ায় যে দিকে তাকাই, রূপেই রূপের বান
আকাশ মাটি আলো বাতাস ছুঁয়ে যায় প্রাণ।


গাছে গাছে পাখির বাসা ডাল ভরা ফুল ফল
বিল ভরা মাছের খেলা, শাপলা ভাসা জল।


গ্রামের শেষে ফসলে ভরা শস্য শ্যামল মাঠ;
কৃষক ফলায় হরেক ফসল, গম ধান আর পাট।


মাঠের মাঝে, বটের ছায়া, কৃষাণ জিরায় আসি
রাখাল ছেলে বাঁজায় বাঁশি সেই বৃক্ষের ডালে বসি।


মেঠো পথে হাঁটে সবাই মাটির স্পর্শ নিয়ে
সবাইকে সবাই বাসে ভালো মন প্রাণ দিয়ে।


হিন্দু-মুসলিম, মন্দির-মসজিদ, আযান শঙ্খের ধ্বনি-
মিলে মিশে সব একাকার এথায় বিভেদ নাহি জানি।


প্রকৃতির ছোঁয়ায় স্নেহ-মায়ায় বেঁধে দিতে মন-
আমার গাঁয়ে রইলো বন্ধু তোমার আমন্ত্রণ।।