অন্তরা-
কি দেখতে আসবে তুমি?
আজ... সতের বছর পরে;
আমি আগের মতই আছি
শুধু সাজানো স্বপ্ন গুলো নেই
ও গুলো তুমিই ভেঙ্গে ছিলে....
তোমার খেয়াল খুশিতে।
যে বিষক্রিয়ায়  হৃদয় বিষিয়ে গেছে
প্রেম নামের পারিজাত মরে গেছে
সে বিষও তুমিই ঢেলে ছিলে
তোমার বিকৃত কামনাতে...।
আরো কি সাধ বকি আছে তোমার?
আমি কেমন, নীল বর্ণ হয়েছি
সেটা দেখতে আসবে তো...
কোন লাভ হবেনা তোমার
কারণ আমি নির্মল  আছি
মেহেদী পাতার মতো-
"বাহিরে সবুজ,ভিতরে.. রক্তাক্ত"
সে তুমি কোন দিনো বুঝোনি
আর আমি; বুঝতে দেবোও না।।