প্রেমের খরার তাপে; বুক পুড়ে গেছে,
সমস্ত স্বপ্নের ভিত, নিঃশেষ হয়েছে।
থেমে গেছে জীবনের সব কোলাহল;
নিভে গেছে সব বাতি, থেমে গেছে কাল।
শুধু আঁধারে জীবিত আছে এক প্রাণ;
আমি মাঝি সে প্রাণের;-
তাই বুকে প্রেমাঅগ্নী জ্বলে অনির্বাণ।


আমি এক যুদ্ধাহত;-
রিক্ত, পরাজিত; ব্যর্থ প্রেমের সৈনিক,
যদিও করেছিলাম সে যুদ্ধ; নির্ভীক।


আজ প্রেমানন্দ নেই; নেই মম প্রিয়া;
হারিয়ে প্রেমের মায়া, কাঁদে মন হিয়া।


ছন্দ:অক্ষর বৃত্ত
মাত্রা:৮+৬