চিতার আগুন জ্বলবে যে দিন
পুড়বে সাধের দেহ
আপন স্বজন কাঁদবে সবাই
সাথে যাবেনা কেহ।।
একলা আমি এসে ছিলাম
আবার একলা হয়ে যাবো।।


কত যত্নে বেঁধেছি ঘর
আমার আমার করে
সব কিছুই হবে পর
মরণ এলে দ্বারে।।
অর্থ সম্পদ বিষয় বৈভব
সঙ্গে নাহি পাবো...
একলা আমি এসে ছিলাম
আবার একলা হয়ে যাবো।।


সচল দেহ অচল হবে
আয়ু ফুরাইয়ে এলে
হিসাব কি মিলবে তখন
আমি একা হলে।
শূন্য হাতে মায়া নদী
কেমনে পার হবো...
একলা আমি এসে ছিলাম
আবার একলা হয়ে যাবো।।