পাপে পুণ্যে... এই ত্রিভুবনে;-
ভাঙ্গা গড়ার খেলায়, মত্ত হয়ে আছি
নদীর স্রোতের মত শুধুই চলছি।


অন্তহীন এই চলা, জন্ম হতে জন্মান্তরে-
মেঘের মতই ছোটা; রং বদল করে।


কত দুঃখ কত কষ্ট আসে আর যায়
দিন কাল ক্ষণ কাটে, সুখের আশায়।


অবশেষে,ক্ষণিকের তরে;-
সুখ আসে, বিরাম চিহ্নের মত।
দম নিয়ে; আবারও ছুটি তারি জন্য।
.
ছন্দ: অক্ষর বৃত্ত।