বর্ষা কালে ভরলে বিল, ডোবে পথ ঘাট
নৌকা ভেলায় উঠে সবাই পারি দেয় বাট।।
কচুরি কলমি ফুলের সাথে শাপলা ভাসে জলে,
তারি মাঝে হেলে দুলে পালের নৌকা চলে।।
শিশু কিশোর জলে নেমে শাপলা ফুল তোলে-
যত্ন করে গেঁথে মালা সবাই পরে গলে।।
মাছ রাঙ্গা, ধারালো ঠোঁটে ছোট মাছ ধরে
পানকৌড়িও ডুব দিয়ে, আনন্দে শিকার করে।।
ধরা-পরে জালে জালে; মাছ ঝাঁকে ঝাঁকে,
জেলে জীবিকা নির্বাহ করে, দিঘল বিল থেকে।।
১২/০৯/২০১৮