🌿
সবাই বলে, মাগো তুমি; আসবে না আর ফিরে!
দূর আকাশের তারা হয়ে থাকবে চিরো তরে,
        বলো মা তাই কখনো হয়?
        বোঝে না ওরা, পচা কথা কয়।
সেই কবে চলে গেছো;আসনি আর ফিরে
রয়েছি আমি পথ চেয়ে, এসো ত্বরা করে।।


প্রতি রাতেই ডাকি আমি আকাশ পানে চেয়ে
মাগো তুমি চলে এসো, থেকোনা তারা হয়ে,
        আমার ডাক কেন শোননা?
        কোন কথা কেন বলোনা?
তবে কি মা ভুলে গেলে' আমায় চিরো তরে
এমন তুমি করোনা মা, এসো ঘরে ফিরে।


মাগো তুমি লক্ষ্মী মেয়ে আর থেকোনা দূরে,
দুষ্টমি আর করবো না মা, বলছি শপত করে-
         তোমার কথা মত চলবো
         লেখা-পড়া সব করবো,
আমার ডাকে দও সারা নিঠুর হইয়ো না
তুমি বিহনে মাগো আমার ভালোলাগে না।


তোমার কথা ভেবে যখন, কাঁদি দঃখ পেয়ে
বাবা বলেন কেঁদনা খুকু কষ্ট পাবে মায়ে।
       ফোনটা তোমার রেখে গেছো;
       মাগো তুমি কেমন আছো?
কেমন করে তোমার খবর,এখন আমি নিবো,
আগের মত মাগো তোমায় কবে কাছে পাবো।
🌿
রচনাকাল: ২২/০৬/২০২০
চৌহাল, সিরাজগঞ্জ।