রহস্য ভরা  বদন নিয়ে
হেমন্ত ঋতু আসে
প্রকৃতি তাঁর কুয়াশার চাদর
গায়ে জরিয়ে হাসে।


শীত আসতে শুরু করে
হিমেল বাতাসে ভেসে
অতিথি পাখির দেখা মেলে
রূপসী এই দেশে।


মাঠের ধান বাতাসে দুলে
তোলে নবান্নের রব;
কৃষকের ঘরে, গিয়ে ঘুচাবে
কার্তিকের অভাব।


শিউলী ফুল ঝরে পড়ে
শিশির ভেজা প্রভাতে
গাছিরা ওঠে, খেজুর গাছে
সুমিষ্ট রস পাড়তে।


নতুন চালের, নতুন অন্ন
আরো সুস্বাদু পিঠা;
খেজুর গুড়ের পায়েস খেয়ে
ভরে যায় মনটা।