সুদূর প্রবাসে বসে ভাবি আন মনে
বহু ক্রোশ দূরে মম প্রিয় স্বদেশরে
চেনা মুখ ভাসে সদা সজল নয়নে
আকুল করে হৃদয় স্মৃতি ঘুরে ফিরে।


মমতা মায়ায় ভরা মম ছোট্ট গায়ে
আপন স্বজন সেথা আছে মিলে মিশে
তাঁদের সঙ্গ লভিতে চলে মন ধেয়ে
চিরতরে ফিরে যাবে সেই অভিলাষে।।


সেই কবে দেশ হতে, অর্থের কারণে-
বিদেশে দিয়েছি পারি সব কিছু ছেড়ে
ভাবি আমি ফিরে যাবো নিজের ভুবনে-
আমার এই জীবিকা থাক এথা পরে।।


সব কিছু ছাড়া যায় জীবীকারে নয়
তবু প্রাণ ফিরে চায় আপন আলয়।।


রচনাকালঃ ২৬/০৭/২০১৯ইং
চৌহালী,সিরাজগঞ্জ
বাংলাদেশ।