দাদু একটা গল্প শোনাও স্বাধীনতাকে নিয়ে
কেমন করে দিন কাটিয়েছ, যুদ্ধে তোমরা গিয়ে।


সেই দিনগুলোর কথা শুনলে মনে লাগে ভয়
কেমন করে করলে দাদু, যুদ্ধ তোমরা জয়।


ওরা ছিল হিংস্র হানাদার মনে ছিলোনা দয়া
কেমন করে দাঁড়ালে তোমরা ওদের সামনে গিয়া।


কত রাত্রি পার করেছ সুখের নিদ্রা ছেড়ে
কেমন করে করলে যুদ্ধ লাঙ্গল ছেড়ে তস্ত্র ধরে।


বলোনা দাদু কষ্টে বিছানো যুদ্ধ জয়ের কথা
কেমন করে সইলে তুমি স্বজন হারানোর ব্যথা।