খোল-রে তোর বদ্ধ দ্বার
বেরিয়ে আয় হেসে
আজ পূর্ণ স্বচ্ছ আলোয়
আঁধার কেটে গেছে।
আপন রূপে বেরিয়ে আয়
নতুন ছন্দ তোল দু'পায়
কলঙ্ক সব দূরে যাক-
নব তেজে ভেসে....
.
শক্ত হাতে ধর-রে হাল
করিসনে ভয় ঝড়ে
সাহসিকতায় দীপ্ত-হ
ভীরুতা থাক পরে।
পিছন ফিরে তাকাসনে
লক্ষ্য তোর ছাড়িসনে,
সকল বাঁধা দূর হবে তোর
দুঃখ ব্যথা নাশে.....
খোল-রে তোর বদ্ধ দ্বার
বেরিয়ে আয় হেসে....।।