গামছায় গামলা বেঁধে হাতে জগ নিয়ে
কৃষাণ কন্যা হেঁটে চলে এলোপথ দিয়ে।
.
রাখাল ছেলেরা মাঠ জুরে উড়ায় রঙ্গিল ঘুড়ি
ক্ষণিক দাঁড়িয়ে দেখিয়া কন্যা চলে ত্বরা করি।
.
আসিবার কালে, মা বলেছে করোনা যেন দেরি
বাবারে খাওয়ায়ে বাড়ি ফিরো তুমি তাড়াতাড়ি।
.
বাবা তাঁর পানতা খেয়ে সকালে গিয়েছে ক্ষেতে,
দুপুরের খাবার খাওয়ায়ে দেবে; সে আপন হাতে।
.
ক্ষেতের নিকটে আসিয়া কন্যা ডাকে বাবা-বাবা বলে-
কৃষাণ আসিয়া আদর করিয়া মেয়েরে নেয় কোলে।
.
দক্ষিণা বাতাস বয়ে চলে ফসলের গন্ধ বিলিয়ে
সবুজ ঘাসের উপরে বসে বাবা আর মেয়ে।
.
কঁচি হাতে, বাবার মুখে অন্ন তুলে দিয়ে-
কৃষাণ কন্যা বাড়ি ফেরে প্রফুল্লহৃদয়ে ।।
.
১৭/০৯/২০১৮