গত কাল-বৈশাখিতে ঘর খানা ভেঙ্গে গেছে
তার পর থেকে আছি ত্রিপলের নিচে কষ্টে।
ভেবেছিনু ধান বেছে কিনবো কখানা টিন
ধান-ভরা-শীষ গুলো ডুবলো বানের জলে
সব ফসল পচলো, অনাটন এলো দ্বারে
কি দিয়ে কি যে করবো; পাইনা কিছুই ভেবে।


খেত-মজুরের কাজ, করি আমি মাঠে মাঠে
প্রত্যেক দিন সকালে কামলার বজারেতে-
কাজের লাগিয়া বসে; ফিরি কাজ নাহি পেয়ে।
ফসল নষ্ট হয়েছে; কাজে নিবে কোন কাজে!


ছাপরার ভাবসাটে পরিবেশে থেকে-থেকে;-
ছোট ছেলেটার জ্বর ছাড়ছেনা কিছুতেই
নিয়ে যেতে হবে তাঁরে শহরে হাসপাতালে
কি দিয়ে কি করি আমি... টাকার এই অভাবে-
সঞ্চয় শূন্য হয়েছি চড়া দামে চাল কিনে!


এদেশে কত জনের ভাগ্য কত ভাবে খোলে
আমর মত কৃষাণ বাঁচে অতিব-আকালে।।


ছন্দ:অক্ষরবৃত্ত
মাত্রা:৮+৮


রচনাকালঃ২০/০৯/২০১৬