সবার অন্ন জোগায় যে জন
মাটির বুকে মাটিই তাঁর মন।
মাটিই যার প্রাণ
মাটিই যে ত্রাণ...
সেইতো মাঠে মম কৃষক ভাই
এই ভবে তাঁর তুলনা যে নাই।


রোদ বৃষ্টি ঝড় তুফান যত
অনায়াসে সহ্য করে তত।
নেইতো তার ক্লান্তি
নেই যে ভ্রান্তি...
ফসল তাঁর আদরের ধন
স্বর্ণ ফলাবে মনে রাখে পণ।


শক্ত হাতে লাঙ্গল সে ধরে
সকল শস্য চাষাবাদ করে।
সাধ্য আছে তাঁর
কর্ম সে দুর্বার
তাঁর মত বীর সেনা আর
খুঁজে দেবে সাধ্য আছে কার।