মা-বাবার চেয়ে বড় নেই কেউ ধরায়
বাবা-মাকে কষ্ট দিলে ঈশ্বর রুষ্ট হয়।।


যা পেয়েছ জীবনে তুমি যা আছে তোমার
হয়েছে তা জেনো তুমি দানে পিতামাতার।।


ভালোবেসে হও তুমি মাতাপিতার সেবক
স্বয়ং বিধাতা হবে জেন তোমার রক্ষক।।


মাতা-পিতার শ্রীরূপ যে, মনে করে পূজন
শান্তি পূর্ণ্য হয় তাঁর সারাটি জীবন।।


বাবা-মা যার বেঁচে আছে সেই ভাগ্যবান-
সময় থাকতে মা-বাবারে কর সন্মান।।