মা তুমি আমার স্বর্গ; সুখ ভালোবাসা
তোমার মতন আর, কেউতো হয় না।
আপন জনেরা হয় কখনো দুরাশা-
স্বার্থের কারণে তাঁরা দিতে পারে হানা।
সুসময়ে মেলে কত সুধী-বন্ধু-ভাই;
অসময়ে তুমি ছাড়া মেলেনা আশ্রয়।
তবো ভালোবাসা সম নাহি কিছু পাই,
স্বর্গ সুখ মেলে শুধু তোমারি ছায়ায়।
.
তোমার পৃথিবী মাগো, মম পাশে ঘোরে;-
আদোর, শাসন, স্নেহ আর আর্শীবাদে।
তুমিই ভরসা মম জগত্ সংসারে
বুকে ধরে রাখো তুমি বিপদে আপদে।
তব মত দয়াময়ী কে? আছে ভুবনে;
হাজারো প্রণাম মাতা তোমার চরণে।