চারদিকে এখন বর্বরতা নেইতো মানবতা,
অশুদ্ধচারে মানুষের মনে বেড়েছে দানবতা।।


আয়রে খোকা কাছে আয়, বলবো দুটি কথা
অমানুষদের কান্ড দেখে মনে পেয়েছি ব্যাথা।


মানুষের মত মানুষ হবি বল হাতটি ধরে-
সৎ পথে চলবি সদা বলরে শপথ করে।


খুন, ধর্ষণ করে যারা, তারা মানুষ নয়
কাম-ক্রোধের বসে চললে, মানুষ পশু হয়।


সবার সাথে করবি ন্যায় বিবেক বান হয়ে
কেউ বড় হয়না কখনো কাউকে কষ্ট দিয়ে।


তোর হাতে হয়না যেন কখনো কারো ক্ষতি
পর হিতে গড়লে জীবন হয় সৎ-গতি।


তুই যে আমার আদরের ধন আয়রে আয় বুকে
মানুষের মত মানুষ হলে তুই, থাকবো মোরা সুখে।।


০১/১১/২০২০ইং
চৌহালী, সিরাজগঞ্জ।।