এই দেহ এই জীবন মাতাপিতার দান
কায়-মন-বাক্যে করো তাদের সন্মান।


ফেসবুকে দেখলাম এক কুলাঙ্গার ছেলে
বৃদ্ধা মাকে টেনে -হিঁচড়ে দিলো রাস্তায় ফেলে।


বললো সে তোর ঠাঁই নাই আমার ঘরে
বুড়ি তুই এখোনি যা, এখান থেকে দূরে।


বৃদ্ধা মা তাঁর ব্যাথা পেয়ে কাঁদে অনুনয় করে
কোথাই যাবোরে বাপ আমি তোরে ছেড়ে।


না আছে শরীরে বল না আছে সম্বল
এই বৃদ্ধ বয়সে খোকা তুই মম অবলম্বন।


মায়ের অকুতি না শুনিলো কুলাঙ্গার ছেলে
ঘরের কপাট দিলো বউকে ঘরে তুলে।


জননী তাঁর ধুলর মত রইলো পরে রাস্তায়
মাতৃহৃদয় কষ্টে ভাসিলো বিদর্ন অশ্রু ধারায়।