🍁
স্নেহের খোকা,অনেক অনেক ভালোবাসা নিও
আমি একলা,এই বৃদ্ধাশ্রমে ভালো আছি জেনো ।  
🍁
বহু দিন হলো দেখিনি তোমায় ওরে প্রিয় খোকা 
তোমার কথাই ভাবি শুধু আমি একলা একা।
🍁
কেমন আছো এখন তুমি!জানতে ইচ্ছে করে
ঈশ্বর যেন অনেক ভালো রাখেন তোমারে।
🍁
আমার কথা কখনো তোমার মনে কি পরে
আজ অনেক বছর হলো তুমি রয়েছ দূরে।
🍁
ছোট্ট বেলা বলতে তুমি অশ্রু মুছে দিয়ে
তোমার দুঃখ দূর করবো মা আমি বড় হয়ে।
🍁
এখন তুমি অনেক বড় থাকো আমায় ছেড়ে
এখানে আমি একলা থাকি খুব কষ্ট করে।
🍁
যখন তুমি খুবই ছোট হাঁটো দু'এক-পা করে
তোমার বাবা ...ছেড়ে গেলেন তখন পরপারে।
🍁
অনেক দুঃখ-কষ্ট, আর ঝড় ঝাপটা সহ্য করে
বুকে আগলাইয়ে মানুষ করেছি খোকা তোমারে।
🍁
শহরের থেকে যখন তুমি, পড়া-শোনা করতে
তখন আমি ইট ভাংতাম তোমার খরচ যোগাতে।
🍁
সে-সব তোমার মনে নেই, মনে না থাকারি কথা
তুমি এখন ব্যস্ত মানুষ তোমার কত ব্যস্ততা।
🍁
থাক এসব কথা; আর্শীবাদ করি তুমি থেকো ভালো
না আসুক জীবনে তোমার, বৃদ্ধাশ্রমের কালো।
🍁
আমার একটা শেষ ইচ্ছে খোকা, তুমি শোন
তোমার বাবারে রাখা- শ্মশনে আমার দাহ হয় যেন।
🍁
ভেবনা তুমি ; একটি টাকাও খরচ হবে না তোমার
তোমার বাবার আংটি খানা আঁচলে বাঁধা আছে আমার।
🍁
ওটা বিক্রয়ে আসবে টাকা, হবে আমার দাহ
করিও শেষকৃত্য, তুমি ছাড়া আমার নেই কেহ।


🍁
বয়সের ভারে এখন আমি তেমন চোখে দেখি না
খুব কষ্ট করে লেখলাম চিঠি, ভুল করো মারজনা।


ইতি
তোমার মা
🍁🍁🍁🍁