বাঁচিতেও পারিনা আমি,মরতেও পরিনা
সহিতে পারিনা এই,নিঠুর যন্ত্রণা।
মনের মানুষ পর হলো
আপন হলো না
আমার...
মনের মানুষ পর হলো
আপন হলো না।।


কৃষ্ণের মত কদম তলে
হাতে নিয়ে বাঁশি
সুরে সুরে ডাকলাম কত
তাঁরে দিবানিশি।
কত ভালোবাসলাম তাঁরে
সে তো বুঝলো না......
মনের মানুষ পর হলো
আপন হলো না
আমার...
মনের মানুষ পর হলো
আপন হলো না।।


ভেঙ্গে মন, বধুর সাজে
গেলো পরের ঘরে;
দুই নয়নে অশ্রু আমার
এখন শুধু ঝরে।।  
প্রেমানলে পোড়ো মন
বুক ভরা যন্ত্রণা.....


বাঁচিতেও পারিনা আমি,মরতেও পরিনা
সহিতে পারিনা এই,নিঠুর যন্ত্রণা।
মনের মানুষ পর হলো
আপন হলো না
আমার...
মনের মানুষ পর হলো
আপন হলো না।।