হলোনা আমার ভবে আকাঙ্ক্ষা পুরণ
আসল অকালে মম দুয়ারে মরণ।
আনন্দ উল্লাসে মজে
এই দুনিয়ার মাঝে
সাজলাম ভুল সাজে-
তাই অনুতাপে,
অশ্রু ঝরে দু'নয়নে;
সব পেয়েও সবিই, হারানু ভুবনে।
.
কঠিন ব্যাধিতে আমি অসুস্থ হলাম
মৃত্যুর টিকিট খানা; অকালে পেলাম।
আমার জীবনে তাই
শান্তির লেশ যে নাই
আমি বড় নিরুপাই-
শক্তি সাধ্য হীন ;
নিদারুন নিরাশায়
বুক জ্বলে, কাঁদে মন, শত হতাশায়।
.
বাঁচবার সব দ্বার হয়ে গেছে বন্ধ
স্বপ্ন দেখার দু'চোখ হয়ে গেছে অন্ধ।
তাই নিরাশার ভিড়ে
জীবন নদীর তীরে
বার বার মনে পড়ে-
কিছু স্মৃতি কথা;
কিছু প্রিয়, স্বপ্ন-আশা...
আমারি কারণে আজ, হয়েছে দুরাশা।
.
বুকে ধরে ভালোবেসে আদরে যতনে
মানুষ করিলো যারা আমারে ভুবনে।
তাদের জন্য কিছুই
করা যে হলোনা হাই
ভাগ্যের নিষ্ঠুরতাই
হলাম অর্থব্য,
মম দেবার বেলায়;
সদাই অন্তজ্বালায় পুড়ে হই ছাই।
.
মেনে নিতে পারিনাতো বিদায়ের কথা
সারাক্ষণ মন পোড়ে; বুকে জমে ব্যথা।
বোঝেনা পাগল মন
বাঁচাতে চায় জীবন
কাঁদে সে যে অনুক্ষণ
তাই করে যাই;
শুধু প্রার্থণা সদাই
বিধাতার কাছে আমি, ক্ষমা ভিক্ষা চাই।
.
নয়নে সদাই ভাসে কিছু প্রিয় মুখ
পিছু ডাকে সারাক্ষণ কিছু চেনা সুখ।
তাঁদের ছেড়ে আমারে
যেতে হবে বহু দূরে
তাই বিদীর্ণ অন্তরে-
নিরুপায় আমি;
সই জ্বালা মনে প্রাণে
কষ্ট ব্যথা দুখে,  বুক ভাসে অশ্রু বানে।
.