উত্তপ্ত খরার তাপে নিমেষে শুকিয়ে-
ঝরা পাতার মতই তুমি ঝরে গেলে
কত মেঘ গেলো উরে আকাশের পথে
তবু বৃষ্টি ঝরলো না, ঘরের চালেতে-
আধা পোড়া ফসলের গোরাতে, মূলেতে।  
তাই তুমি নিমেষেই ছেড়ে চলে গেলে।
কোন মতে কোন ভাবে'ই পারিনি আমি -
ধরে রাখতে তোমারে।
নিরু...;
       নিরুপমা...
তোমার বিরহে আমি নিঃসঙ্গ একেলা-
বৈঠা হীন মাঝি, নদীতে যেমন- পাথহারা।