ছোট্ট শিশু ছোটন মিয়া থাকে পথে পথে
আপন বলতে কেউ নাই তাঁর এই পৃথিবীতে।
ফুট-পাতে কাটায় জীবন
কষ্টে ভরা তাঁর ভুবন
একটি দিনো পেট-ভরে পায়না সে খেতে
ওর পাশে দাঁড়ায় না কেউ, দুঃখ মুছে দিতে।।


মায়ের সাথে থাকতো সে বস্তির একটি ঘরে
অভাব জয়ের স্বপ্ন দেখতো মায়ের হাত ধরে।
যে-দিন রোড এক্সিডেন্টে
মা হাড়া হলো ধরনীতে
সে-দিন কেউ ঘরটি তাঁর নিলো দখল করে
পথগুলো তাই ছোটন মিয়ারে নিয়েছে আপন করে।।


অনেকে ওরে এতিম বলে কেউবা বলে টোকাই
ছোটন বলে আদোর করে ডাকার কেউ নাই,
পথে-পথে কাগজ কুড়িয়ে
দিন কাটে, খেয়ে-না-খেয়ে
অন্ন,বস্ত্র,শিক্ষা,চিকিৎসা; বাসস্থান নেই ওর
জীবনে ওর আঁধার নাসে আসেনা আলোর ভোর।।