পোড়া মন পুড়ে পুড়ে হয়ে গেছে ছাই
তবু মন করে আশা, কোথা প্রেম পাই।
যারে আমি ভালোবাসি মনে প্রাণে চাই;
কেমনে তাহারে পাবো, খুঁজি সে উপাই।
.
সে তো বড়ই চতুর, খেলে লুকো-চুরি
তাঁরে খুঁজে সদা তাই হয়েছি বিরহী।
মনে ধরে তাঁরে আমি, রেখেছি যতনে;
তাই পুড়ি তাঁর আশে ...কি আছে জীবনে!
.
যদি হয় সত্য মম প্রেম ভালোবাসা-
তবে আমি পাবো তাঁরে বুকে বাঁধি আশা।
প্রেমের কারণে আমি, হতে পারি নিঃস্ব
বুক জুরে এঁকে যাবো প্রেমেরি দৃশ্য।।
.
ভালোবাসার কারণে সব ছাড়া যায়
ভালোবাসা ছাড়া কভু, বাঁচেনা হৃদয়।
.
রচনাকালঃ ৮/১/১৭
কাজিপুর,সিরাজগঞ্জ।