পনেরই আগষ্ট
বাংলার ইতিহাসে-
কলঙ্কের এক; তৃক্ত বিভীষিকাময় অধ্যায়
যা শুধু পোড়ায় জাতীর হৃদয় অন্তহীন।


পনেরই আগষ্ট
বিধ্বস্ত ক্ষত-বিক্ষত,
একটি কালো রজনী,একটি ব্যথার পিরামিড
যা বুকের স্তব্ধ কান্না সমগ্র বাংলার।


পনেরই আগষ্ট
কিছু নরপিশাচের
নিকৃষ্ট তান্ডব নরকীয় বর্ব্বরতা নৃশংসতা,
কটি কটি মানুষের শোক; হৃদয়ের হাহাকার।


পনেরই আগষ্ট
সর্ব শ্রেষ্ঠ বঙ্গালীর,
বুকের রক্ত ঝরানো ভয়ংকর কালরাত্রি
প্রিয় সন্তান হারানো, ধাত্রি মাতার রোদন।


পনেরই আগষ্ট
জাতীর পিতার এক-
সরল্য বিশ্বাসের আত্ম চিৎকার
অকালে ঝড়া; এক বাগান ফুলের অশ্রুধারা।