ভোঁমর আসুক আর নাই বা আসুক
ফুল অপেক্ষা করবেই ভোঁমরের জন্য
তাঁর সৌরভ বতাসে ছড়াবেই।


প্রতীক্ষার প্রহর যতই বাড়ুক না কেন
বিবহ জ্বালা যতই ব্যথার হোক না কেন
ফুল হাসবেই সারাক্ষণ।


বয়স যতই বাড়ুক, আয়ু যতই কমুক
তাঁর পাপড়ি যতই শুকাক-
ভোঁমরের জন্য সে অপেক্ষা করবেই।


ফুলের মত আমার, অপেক্ষায় ধৈর্য নেই
তাই অভিমান আমায়, বড় বেশি কষ্ট দেয়।