টাকা তুমি বড় নেশা, জগত্ সংসারে;
সবার প্রয়োজনীয় বস্তুু তুমি ভবে।
তুমি মহা গন্ডগোল; অপ-ব্যবহারে,
জীবন বিদৃর্ণ হয় তোমার অভাবে।


তুমি বিনে কত জন অনাহারে থাকে-
ঔষধ পায়না রোগে, তোমারি আকালে।
তোমার কারণে রক্ত; ঝরে কত বুকে-
কত স্বপ্ন ভেঙ্গে যায় নিমেষে অকালে।


তবু তুমি ভরসা যে বিপদে আপদে -
আঁধারে আলোতে সবে;ছোটে তবো পিছে।
থাকালে পাশাতে তুমি, থাকি নিরাপদে;
তুমি বিনা সুখ আশা হয় সব মিছে।


তুমি ভালো তুমি মন্দ, নিজ মহিমাতে
তুমি ছাড়া চলা দায় এই দুনিয়াতে।


অন্ত্যমিল :
কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ ।


৮/৮/১৬......কাজিপুর,সিরাজগঞ্জ।
© Copyright সংরক্ষিত ®