গত রাতে মৃত্যু এসেছিলো রাহুর মতই
আমর হাত-পা-সমস্ত শরীর, আচ্ছান্ন করে;
এক অদৃশ্য শক্তিতে সে পূর্ণ গ্রাস করেছিলো।
.
রাত্রির তখন শেষ প্রহর, ঘুমেতে ছিলাম নিমগ্ন,
হঠাৎ এক নিষ্ঠুর আলিঙ্গন অনুভব করলাম
তখন আমার প্রাণ বায়ু যায় যায় করছে...।


হাত-পা নাড়াতে চাইলাম চোখ খুলতে চাইলাম;
কিন্তুু আমি কিছুতেই সক্রিয় হতে পারলাম না,
কি আশ্চর্য কি ভয়ংকর সেই অনুভূতি।
.
চিৎকার করে বলতে চাইলাম কেউ আছো!
আমার গা ধরে ঝাকি দাও, মৃত্যু ছেড়ে যাক।
কিন্তুু আমার গলা দিয়ে কোন শব্দ বের হলো না।
.
মৃত্যুর গ্রাসে, তখন সর্ব শক্তি নিস্তেজ হয়েছিলো
আমাতে মনের শক্তি ছাড়া কোন শক্তি ছিলো না।
তাই আমি ঈশ্বরকে ডাকছিলাম; 'রক্ষাকরো'... 'রক্ষাকরো'...।
.
যখন জেগে উঠলাম তখন আমি ক্লান্ত মৃত্যুঞ্জয়ী
যানি না এ বাস্তব ছিলো, নাকি কোন দুঃস্বপ্ন
তবে সে পরিস্থিতি ছিলো; সত্যই ভয়াবহ।।
.
রচনাকাল:৬/০১/২০১৭
কাজিপুর,সিরাজগঞ্জ
ভোর:৪.৩০ মি: