না চাইলেও দুঃখ আসে
সুখো বুঝি তাই!
তবে কেন সুখের পিছু
ছুটছি আমি ভাই?
.
ভাগ্যময় প্রাপ্তি যদি
সদা জীবনে ঘটে!
তবে কেন ক্লান্ত আমি
নিত্য কর্মে খেটে?
.
মৃত্যু হলে নিথর দেহ-
রাখে কাফনে ঢেকে;
এই দেহ নয়তো আমি
তবে আমি কে?
.
খাওয়া-পরা, ভোগ বাসনার-
যত ছবি আঁকি!
মরণ এলে দূরে রয় সবি
জন্মের উদ্দেশ্য তবে কি?