হাজার লোকের ভীরে
এক পলক তাহারে দেখিয়া ছিলাম।
কোন এক বৃষ্টি ঝরা-
বরষায় ভেজা-দিনে, শহরের পথে।
প্রথম দেখাতে আমি;-
ভালো লাগার আবেশে জরিয়ে গেলাম।
ভালোবাসা এলো মনে
বসন্ত সাজে অন্তর সাজিলো আনন্দে।
মিশে গেলো সে আমার -
সকল লালিত স্বপ্নে জীবন প্রবাহে।
অনেক বছর ধরে,
সেই পথে; ক্লান্ত চোখে তাঁরে খুঁজলাম।
তারপর বহুদিন-
বহুক্ষণ, পার হলো অনেক বছর।
কালো চুলে সাদা এলো
দু'চোখে চশমা এলো, হাতে এলো লাঠি।
কিন্তু আমার জীবনে
প্রথম প্রেমের সেই মেয়েটি...আর এলোনা।