...এক পতিতার আত্মকাহিনী
ক ল্যা ণ চ ন্দ্র রা য়
.
কেউ ডাকে সখী, কেউ প্রিয়া,
কেউবা বলে মধু,
আসল নামে কেউ ডাকে না
ছলনা মেলে শুধু।।
.
ছদ্ম নামেই পরিচিত
হয় সে; সবার কাছে,
নকল নামের নিত্য ভিড়ে
আসল নাম হারিছে।।
.
হারিয়েছে সুখ-শান্তি
পরিবারের ভালোবাসা
ভেঙ্গে গেছে হৃদয়ের-স্বপ্ন
সংসার বাঁধার আশা।।
.
নিজের যৌবন বিলিয়ে দিয়ে
করতে উপার্জন,
আপন জনের সুখ কিনতে
সম্ভ্রাম দিয়েছে বিসর্জন।
.
যে পরিবার; সমাজ ব্যবস্থা
গড়েছে পতিতা তাঁরে,
সেই পরিবার সেই সমাজ
তাঁরেই ঘৃণা করে।।
.
জীবন মানে তাঁর কাছে
শুধুই বিষাদযন্ত্রণা
জীবন ভর সয়ে যায় সে-
নির্যাতন,লাঞ্ছনা,বঞ্চনা।।
.
১৯সেপ্টেম্বর ২০১৮।।