🌷
পড়া শোনায় মন বসেনা
           ভাল্লাগে না পড়তে
মনটা চায় মাঠে গিয়ে
            রঙ্গিন ঘুড়ি উড়াইতে।।


মাকে বলি একটু সময়-
           দও গো মা,আমায়
একটু খানি ঘুড়ি উড়াইয়ে
                 মন দেব পড়ায়।।


জৈষ্ঠ্য মাসে ফাঁকা মাঠ-
                 ধান কাঁটা শেষে,
সেই মাঠেই উড়াই ঘুড়ি
               আমরা মিলেমিশে।।


অনেক অনেক ঘুড়ি উড়ে
            বাতাসে ভেসে ভেসে
নাটাই ঘুরিয়ে ঘুড়ি নামাই,
             আমরা খেলা শেষে।।🌹